
স্টাফ রিপোর্টার | জুলাই৩৬ নিউজ | ২১ জুলাই ২০২৫, ঢাকা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে ছাত্রদলের একাংশের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির।
ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখার সভাপতি রেজাউল করিম শাকিল এক বিবৃতিতে দাবি করেন, “আমীরে জামায়াত আহতদের প্রতি সহানুভূতি জানাতে গেলে ছাত্রদলের কিছু নেতাকর্মী অসৌজন্যমূলক আচরণ করে ও প্রবেশে বাধা দেয়।”
তিনি আরও বলেন, “ছাত্রশিবিরের উপস্থিত জনশক্তির সহযোগিতায় আমীরে জামায়াত বর্তমানে হাসপাতালে অবস্থান করছেন এবং নিরাপদ রয়েছেন।”
ঘটনার বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় বা মহানগর কোনো নেতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, হাসপাতালের সামনে উপস্থিত দুই পক্ষের কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়, তবে পুলিশের হস্তক্ষেপ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
একই সময়ে শিশুদের জীবন নিয়ে ট্র্যাজেডি, রাজনীতিতে কুপ্রভাব?
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার নানা দিক নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন, জাতীয় দুর্যোগের সময় দলীয় বিভাজনের রাজনীতি অনভিপ্রেত; অন্যদিকে কেউ কেউ ঘটনাটিকে পরিকল্পিত উস্কানি বলেও সন্দেহ প্রকাশ করেছেন।